ঢাকার মৌচাক মোড়—তিন রাস্তার এক বিশৃঙ্খল কেন্দ্র। কয়েকদিন আগে সেখানে দেখলাম, নতুন সিগন্যাল বাতি লাগানো হয়েছে। আশায় বুক বাঁধলাম—হয়তো এবার একটু শৃঙ্খলা আসবে। কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো।
তিনবার সবুজ বাতি জ্বলার পরও রাস্তা পার হতে পারলাম না। লাল বাতি জ্বললেও কেউ থামছে না—বিশেষ করে রিকশাওয়ালারা। তারা যেন আলাদা কোনো নিয়মে চলে। পুলিশ দাঁড়িয়ে ঠেকানোর চেষ্টা করল, কিন্তু তাতে সামান্যই কাজ হলো। শেষে আমি নিজেই সুযোগ বুঝে কোনোমতে রাস্তা পার হলাম।
এই দৃশ্য দেখে মনে হলো—যে দেশের সরকারই আইন মানে না, সেখানে সাধারণ মানুষ কেন মানবে? রিকশাওয়ালা, ড্রাইভার, পথচারী—সবাই নিজের মতো ‘রাজনীতি’ করে। ঢাকায় এখন রিকশার সংখ্যা এত বেশি যে, চাইলে ওরা সরকারও উল্টে দিতে পারে!
এ এক ধরনের ‘মব সংস্কৃতি’—যেখানে সংখ্যাই আইন, আর শৃঙ্খলা শুধু বক্তৃতার শব্দ।
আমরা একসময় কিছুটা সভ্য ছিলাম হয়তো; কিন্তু এখন সেই সভ্যতা টিকে নেই। যে দেশে নিয়ম মানা দুর্বলতার নিদর্শন হয়ে দাঁড়ায়, সে দেশের সিগন্যাল বাতি যতই ঝলমল করুক—মানুষের মনে লাল আলো জ্বলে না।
শেষ কথা:
ঢাকা শহর আজ শুধু যানজটে নয়, মানসিক অবক্ষয়েও আটকে আছে। সভ্যতা আমাদের সড়কে নয়—মন থেকে হারিয়ে গেছে।








Leave a Reply