গাছও আল্লাহর প্রার্থনা করে!
![]() |
ছবি: ঢাকা ট্রিবিউন |
পবিত্র কোরআন বলছে গাছও আল্লাহর প্রার্থনা করে।
সূরা বনী ইসরাইল, আয়াত ৪৪:
"সপ্ত আকাশ, পৃথিবী এবং তাদের মধ্যে যা কিছু আছে, সবই তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর এমন কোন জিনিস নেই যা তাঁর প্রশংসার সাথে পবিত্রতা ও মহিমা ঘোষণা করে না। কিন্তু তোমরা তাদের পবিত্রতা ও মহিমা বুঝতে পারো না। নিশ্চয়ই তিনি ধৈর্যশীল, ক্ষমাশীল।"
------
এই আয়াতে বলা আছে, সপ্ত আকাশ (মহাবিশ্ব) ও পৃথিবীর অন্তর্বর্তী বা মধ্যে যা কিছু আছে সবই আল্লাহর মহিমার প্রর্শংসা করে। এতে কি এটা বোঝায় না যে গাছও এর মধ্যে অন্তর্ভুক্ত? বটগাছ বা অন্য কোনো গাছ কি এর বাইরে আছে?
গাছ যে প্রার্থনা করে তার প্রমাণ অন্য আয়াতে বর্ণিত আছে। বিজ্ঞানীরাও বলেছেন, "গাছেরও প্রাণ আছে"।
অতএব, আমরা শিরক দুর করার নামে নিজেরা শিরক কামাই করছি নাতো?
যদি বলেন, বটগাছ হিন্দুরা পূজা করে! হজরত ইব্রাহিম (আ:) এর সময় এমনকি তার পরেও তো পৌত্তলিকরা সূর্যকে পূজা করতো। এখনও অনেক ধর্মের অনুসারীরা সূর্য পূজা করে। সূর্যকে কেটে বাদ দেবেন কিভাবে?
ভাববার বিষয় বৈকি!
উল্লেখ্য, বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় ২০০ বছরের পুরোনো একটি বটগাছ শিরক আখ্যা দিয়ে কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা গাছটির ভেতর থাকা ছোট্ট একটি মন্দিরে পূঁজা ও মানত করতো।