মহাত্মা গান্ধীকে হত্যাকারী নাথুরাম গডসের বিজেপি কানেকশন ও জাতির পিতা সমাচার
ছবিঃ Romancho Pedia by Mithun |
নাথুরাম প্রথমে গান্ধী অনুসারী হলেও পরে কট্টর হিন্দুত্ববাদী আরএসএস ও হিন্দু মহাসভায় যোগ দেন। ভারতের বর্তমান শাসক দল ভারতীয় জনতা পার্টি এই দুই সংগঠনের মতাদর্শে গড়ে ওঠে। এরা নাথুরামকে একজন হিরো ও মহানায়ক হিসেবে দেখে থাকে অন্যদিকে মহাত্মা গান্ধীকে খল নায়ক ভাবে। অথচ মহাত্মা গান্ধীকে ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে সমগ্র বিশ্ব- শান্তি ও অহিংসার অগ্রদূত হিসেবে মূল্যায়ন করে।
যাহোক নাথুরাম গডসের অনুসারী ভারতীয় জনতা পার্টি এক দশকের উপর দোর্দণ্ড প্রতাপে ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায়। যারা মনে প্রাণে নাথুরামকে হিরো এবং মহাত্মা গান্ধীকে তার বিপরীত দৃষ্টিভঙ্গিতে দেখে থাকে। কিন্তু তারাও মহাত্মা গান্ধীকে তাঁর প্রাপ্য সন্মান থেকে এতটুকু বিচ্যুত করেনি।
বিদেশি অথিতিরা এলে কিংবা যে কোনো রাষ্ট্রীয় আচার- অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই শুরু হয়। বিশাল ভারতের অসংখ্য শহর, বন্দর, হিল স্টেশনের একটিও খুঁজে পাওয়া যাবে না যেখানে এক বা একাধিক গান্ধী মূর্তি বা গান্ধীর নামে স্থাপনা, রাস্তা বা মার্গ নেই। কারন তারা জানে যতই দ্বিমত থাকুক জাতির পিতাকে সন্মান জানানোর মধ্য দিয়ে রাষ্ট্রকেই সন্মান জানানো হয়।
কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমাদের জাতির পিতাকে নিয়ে যা হচ্ছে তা ইতিহাসে বিরল! এটা তখনই সম্ভব যখন কেউ বা কোনো গোষ্ঠী এই রাষ্ট্রকেই মেনে নিতে পারেনি॥ তবে আমি বিশ্বাস করি, অচিরেই ৭১ এ অর্জিত বাঙালি জাতি রাষ্ট্র স্বমহিমায় ফিরে আসবে এবং জাতির পিতা সহ তার শ্রেষ্ঠ সন্তানদের পূর্ণ মর্যাদায় অধিষ্ঠিত করে প্রতি বিপ্লবীদের দাঁত ভাঙা জবাব দেবে।
লেখকঃ @Farid Ahmed
Farid Ahmed |