প্রতীকী ছবি |
*গণতন্ত্র
- The Democracy*
কোনো
এক হোস্টেলে ১০০ জন ছাত্র ছিল। তাদের টিফিনে প্রতিদিন "সিঙ্গাড়া" দেওয়া
হত। কিন্তু ১০০ জনের মধ্যে ৮০ জনই প্রতিদিন এই একই খাবার খেতে চাইতো না। তারা অন্য
কিছু টিফিনের ব্যবস্থা করার জন্য হোস্টেল সুপারের কাছে আবেদন জানাতে লাগলো। কিন্তু
বাকি ২০ জন প্রতিদিন সিঙ্গাড়া খেতেই চাইতো।
অবশেষে
হোস্টেল সুপার ভোটের ব্যবস্থা করলেন এবং বললেন, যে টিফিন সর্বাধিক ভোট পাবে সেই
টিফিনই প্রতিদিন তৈরি করা হবে।
ভোটে
দেখা গেলো ২০ জন ছাত্র তৎক্ষনাৎ প্রতিদিন সিঙ্গাড়া খাবার পক্ষেই ভোট দিয়েছে।
বাকি
৮০ জন ভোট দিয়েছে এইভাবেঃ
·
আলু পুরি— ১৮ জন
·
পরোটা এবং ভাজি — ১৬ জন
·
রুটি ও সবজি — ১৪ জন
·
মাখন পাউরুটি — ১২ জন
·
নুডুলস — ১০ জন
·
ভেজিটেবল রোল — ১০ জন
মোট=৮০
জন
সুতরাং
ফলাফলে সেই সিঙ্গাড়া সর্বাধিক ভোট পাওয়ায় টিফিনে প্রতিদিন সিঙ্গাড়া দেওয়াই চলতে
লাগলো। এটাকেই বলে গণতন্ত্র।
মোর্যাল
অব দ্য স্টোরীঃ
Post a Comment