রাস্তার তুলনায় গাড়ি বেশি

প্রতীকী ছবি


বাংলাদেশে রাস্তার তুলনায় গাড়ি বেশি

 

গাড়ি আমদানী কি বন্ধ করে দিতে হবে? না, সবারই আশা আকাঙ্খা থাকে, তা রোধ করার ক্ষমতা কারো নাই। তাহলে কি করতে হবে? রাস্তা আর বাড়ি বানাতে বানাতে তো ছোট্ট দেশের ভূমি শেষ। একটা কাজ করলে কেমন হয়?

 

 প্রতিগ্রামে শহরের মতো বহুতল ভবন নির্মাণ করে সবার বসবাসের ব্যবস্থা করতে হবে। সব বাড়ির জমি আবাদী জমিতে পরিণত করতে হবে। সমবায়ের মাধ্যমে গ্রামের জমি চাষ করতে হবে। প্রত্যেক গ্রামের সাথে প্রত্যেক গ্রামের সংযোগ সড়ক নির্মাণ করতে হবে।

 

আবাদী জমি বেড়ে যাওয়ার ফলে স্থানীয় দূরপাল্লার রাস্তা বাড়ানো সুবিধা হবে এবং বাড়াতে হবে। -নালিপারে গাড়ি নিয়ে যেহানে রাইত সেইহানেই কাইত হয়া পইড়ে থাকতি হবিনি। বুজদি পারিছেন?

 

আরও পড়ুনঃ (১)  ভারতের চন্দ্রযান-৩ এর চাঁদে সফল অবতরণ
                        (২) মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ

Post a Comment

Previous Post Next Post