পাকিস্তানে জঙ্গি হামলার পুনরাবৃত্তি: আফগান সীমান্ত ও বালোচিস্তানে সহিংসতা বেড়েই চলেছে

 




পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি আবারও উদ্বেগজনকভাবে উত্তপ্ত হয়ে উঠেছে। সম্প্রতি দুটি পৃথক ঘটনায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন নিরাপত্তা সদস্য।


প্রথম ঘটনাটি ঘটেছে খাইবার পাখতুনখোয়ার আফগান সীমান্তবর্তী এলাকায়। পুলিশের একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন তালিবান জঙ্গিরা। এই হামলায় ঘটনাস্থলেই নিহত হন দুই পুলিশ সদস্য এবং আহত হন আরও কয়েকজন। দীর্ঘদিন ধরেই আফগান সীমান্তবর্তী অঞ্চলে তালিবানপন্থি তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর তৎপরতা বাড়ছে বলে নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা।


অন্যদিকে, পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালোচিস্তানে ফের সক্রিয় হয়েছে বালোচ বিদ্রোহীরা। সম্প্রতি একটি আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর একটি গাড়ি উড়িয়ে দেওয়া হয়, যাতে এক সেনা মেজরসহ তিনজন প্রাণ হারান। বালোচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত, এবং সাম্প্রতিক এই হামলাটি তাদের সংঘবদ্ধ সামরিক অভিযানের ইঙ্গিত দিতে পারে।


ছবিঃ আনন্দবাজার পত্রিকা


এই দুই হামলা পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার নাজুক পরিস্থিতি ও বহুবিধ ফ্রন্টে জঙ্গি-বিদ্রোহী তৎপরতার বাস্তব চিত্র তুলে ধরে। একই সঙ্গে এশিয়া উপমহাদেশে নিরাপত্তার প্রশ্নে একটি বৃহৎ উদ্বেগের ইঙ্গিতও বয়ে আনে।


সূত্রঃ  আনন্দবাজার পত্রিকা


Post a Comment

Previous Post Next Post