আরাকান সীমান্তে ' মানবিক ' করিডোর দেয়ার সিদ্ধান্ত কি অন্তর্বর্তী সরকার নিতে পারে?

 

ছবি সময় টিভির সৌজন্যে 

রাখাইনে মানবিক করিডোর দেয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। এ ব্যাপারে সময় মত দেশের ' অংশীজনদের ' সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

কিন্তু প্রশ্ন হলো, দেশের এতবড় একটা সিদ্ধান্ত কি অস্থায়ী অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারে, যাদের জনগণের ম্যান্ডেট নাই?

আবার বলছে, সময়মত দেশের অংশীজনের সাথে আলোচনা করেই  সিদ্ধান্ত নেয়া হবে। অথচ দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যে আওয়ামীলীগ একপ্রকার অন্তরীণ, আর বিএনপি ইতোমধ্যে তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। তাহলে দেশের ' অংশীজন ' কারা, এনসিপি? তারা তো দলের নামের সাথে বাংলাদেশের নামই রাখেনি। রাজনৈতিক দল হিসেবে এখনও অনুমোদনই পায়নি?

নাকি এটা বলে থামিয়ে রাখা? কারণ দুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, করিডোর দেয়ার  নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার!

Post a Comment

Previous Post Next Post