১৫ হাজার তালেবান যোদ্ধা পাকিস্তানের দিকে এগিয়ে যাচ্ছে
প্রতীকী ছবি |
তাহলে কি ত্রিমুখি যুদ্ধ শুরু হবে? তালেবান যোদ্ধারা কি পাকিস্তানের উপর বোঝা হয়ে দাঁড়াবে?
১৫ হাজার তালেবান যোদ্ধা পাকিস্তানের
দিকে এগিয়ে যাচ্ছে বলে দাবি করা হয়েছে “Turning Point’s Space” নামক একটি
Quora আইডি থেকে। আইডিটি লিখেছেঃ
“মনে করা হচ্ছে যে আফগান তালেবানরা এখন সর্বাত্মক চেষ্টা করার মনস্থির করেছে। মঙ্গলবার, পাকিস্তানি সেনাবাহিনী আফগানিস্তানের পূর্ব পাকতিকা প্রদেশে একটি বিমান হামলা চালিয়েছে, যেখানে ৪৬ জন নিহত হয়েছে। এর পর, আফগান তালেবান এখন পাকিস্তানের বিমান হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে।
সূত্রের খবর, প্রায় ১৫ হাজার তালেবান যোদ্ধা কাবুল, কান্দাহার এবং
হেরাত থেকে খাইবার পাখতুনখোয়ার মীর আলী সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। তালেবান মুখপাত্র
বলেছেন যে পাকিস্তান তাদের পদক্ষেপের উপযুক্ত জবাব পাবে।”