যে নালে উৎপন্ন, সেই নালে বিনাশ

 
প্রতীকী ছবি। গুগল থেকে সংগৃহীত


৫৫ বছর আগে ঘটনাক্রমে কুমিল্লা চৌদ্দগ্রামের এক লোকের সাথে পরিচয় ঘটেছিলো। লোকটা ওই অঞ্চলের ভাষায় বলতো, "যে নালে উৎপন্ন, সেই নালে বিনাশ"। অর্থাৎ যে উপায়ে যা সৃষ্টি হয়, সেই উপায়েই তা ধ্বংস হয়।

যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনে বিশ্বের বিভিন্ন
অঞ্চলে বিভিন্ন নামে জঙ্গি সৃষ্টি করে। প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা প্রয়োজন মেটাতে
ব্যর্থ হলে তারাই আবার তা ধ্বংস করে। তার একটি উদাহরণ ওসামা বিন লাদেন।

কেনো তারা এই কাজটা করে?


করে এই কারণেঃ

(১) যে বিষমন্ত্র শিখিয়ে তাদের সৃষ্টি করা হয়,
সে মন্ত্র যেনো উল্টো তাদের উপর প্রয়োগ না হয়।

(২) কোনক্রমে যেন অন্যপক্ষের কাছে তাদের গোপনীয়তা
ফাঁস হয়ে না যায়।

বোঝা গেছে ব্যাপারটা?

Post a Comment

Previous Post Next Post