![]() |
প্রতীকী ছবি |
নাইন টেনে পড়া স্কুল ত্যাগী এক যুবক বিনা টিকিটে ট্রেনে চড়েছে। টিটি টিকেট দেখাতে বললে বলল, দুলাভাই টিকেট নাই। -অমনি এক থাপ্পর!
- ইয়ার্কি করো, না?
- আপনি আমাদের গ্রামের কাজী বাড়ির জামাই না? নিরা আপাকে বিয়ে করেছেন না?
- হ্যাঁ, তাই কি?
- সেজন্যেই টিকেট করিনি, যে দুলাভাইয়ের ট্রেনে আবার টিকেট করবো কি!
- ও আচ্ছা! তো দুলাভাই টিটি হলে কি টিকেট করতে হয় না? ট্রেন তো আর দুলাভাইয়ের না। আপনারা ' শিক্ষিত ' ছেলে হয়ে যদি টিকেট না করেন? "যাউকগা, শালা আমি আইগা!" এরপর থেকে টিকেট করবেন।
ছেলেটি ভাবলো, ভাবলাম কি আর অইলো কি? ভেবেছিলাম গ্রামের দুলাভাই টিটি। দুলাভাই বলে ডাকলে বোধহয় আর কিছু বলবে না। কিন্তু হলো বিপরীত!
তো টিটি যাওয়ার পর একজন বলছে, ভাই থাপ্পর টা কেমন লাগলো? টিকেট না করে ট্রেনে চড়ে এই রকম বেইজ্জতি হলেন?
ছেলেটির জবাব;
"থাপ্পর নাহয় একটা দিলো, কথাটা বললো কতো দামী"!
Post a Comment