![]() |
কবি আসাদ চৌধুরী |
২০২০ সালের পর আমাদের দেশের অনেক বিখ্যাত, বরেণ্য, প্রতিষ্ঠিত ব্যাক্তি মারা গেলেন।
কবি আসাদ চৌধুরী। জীবনে তার অনেক মনমুগ্ধ উপস্থাপনা দেখেছি। কবিতা পাঠ শুনেছি। নজরে পড়লে দুয়েকটা কবিতা বা লেখা পড়েছি। তার সুন্দর, সাবলীল বাচনভঙ্গি আকৃষ্ট করতো। প্রয়াত শ্রদ্ধেয় আব্দুল গাফফার চৌধুরীর এক লেখা থেকে জেনেছিলাম, প্রাক্তন জমিদার বংশের লোক হয়েও সাদামাটা জীবনযাপন করতেন তিনি।
.২০১৩ সাল পর্যন্ত নারায়ণগঞ্জ ছিলাম। প্রায় প্রতিদিনই এটা সেটা কিনতে চাষাঢ়া যেতে হতো। পাশেই 'নারায়নগঞ্জ টাউন হল'। কানে সুর লাগলে মাঝেমধ্যে ঢুকে বিভিন্ন অনুষ্ঠান দেখতাম।
সঠিক সময় মনে নেই। সভবত ২০১০-১২ সালের ঘটনা। ফল কেনার জন্য রাস্তা পার হচ্ছি। হঠাৎ একদম কাছে একটা বাস থামলো। যাত্রী নামার দরজা আমার গা ঘেঁষে। সাদামাটা পোষাকে দরবেশবেশী এক দাড়িওয়ালা ভদ্রলোক ঝোলা কাঁধে নামলেন। তাকাতেই চিনে ফেললাম। একদম কাছে পাওয়ায় জিজ্ঞেস করলাম, 'কবি আসাদ চৌধুরী'? বললেন, জ্বী, ভালো আছেন? জবাব শুনে মনে হলো, যেন পুরনো পরিচিত কতো আপনজন। সেদিন টাউন হলের একটা অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি।
তার মৃত্যু সংবাদ শুনে স্মৃতিতে ভেসে উঠলো পান মুখে সেদিনের সেই চিত্র। তার আত্মার শান্তি কামনা করছি।
Post a Comment