ছাত্রীকে যৌন নিপীড়ন : মাদ্রাসা পরিচালক গ্রেফতার


প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশে মাদ্রাসার আবাসিক এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার এক পরিচালককে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।

 

বুধবার দুপুরে উপজেলার বারুহাঁস ইউনিয়নের মনোহরপুর গ্রামের নিজ বাড়ি থেকে ওই মাদ্রাসার পরিচালক জিয়াউর রহমানকে (৪১) গ্রেফতার করা হয়।

 

জিয়াউর বারুহাঁস গ্রামের দারুল উলুম খাদিজাতুল কুবরা হাফিজিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার পরিচালক। 

 

তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নুরে আলম জানান, প্রায় এক সপ্তাহ আগে ওই মাদ্রাসার হেফজখানার আবাসিক এক ছাত্রীকে (১৫) গভীর রাতে জিয়াউর রহমান তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান। পরে কৌশলে প্রায় তিন ঘন্টা অফিস কক্ষে আটকে রেখে ওই ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। পরে বিষয়টি মাদ্রাসার অভ্যন্তরে জানাজানি হয়ে যায়। জিয়াউর রহমান ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও মঙ্গলবার বিষয়টি এলাকার লোকজন জেনে যায়। পরে পুলিশও খবর পায়। 

 

পুলিশের জিজ্ঞাসাবাদে জিয়াউর রহমান মাদ্রাসার ছাত্রীকে যৌন নিপীড়নের বিষয়টি স্বীকার করেন।


দুঃখের বিষয়, মুহতারামের ছবি এখনো প্রচার মাধ্যমে আসে নাই।


আরও পড়ুনঃ  দাড়ি, টুপি, বোরকা, হিজাব-নিকাব কি ইসলামী পোশাক?

 


Post a Comment

Previous Post Next Post