"ঢাকা শহর দেখতে এসে ঘুরছি গোলকধাঁধায়।
চলতে পথে হোঁচট লাগে অনেক রকম বাধায়।।
মতিঝিলে নাইরে মতি ইটের পরে ইট,
সেথায় দেখি বাস করে ভাই মা মানুষ নামের কীট।
যন্ত্রমাফিক চলছে সবাই আজব শহর ঢাকায়।।
শান্তিবাগ আর শান্তিনগর অশান্তিতে ভরা,
আরামবাগে নাইরে আরাম ব্যথায় অশ্রুঝরা।
মালিবাগে নাইরে মালি বাগানবাড়ি নাই,
রাজারবাগের রাজা কোথায় ভাবছি বসে তাই।
ধানমন্ডিতে ধান পাওয়া ভার নিঠুর দালান কোঠায়"।।
~~
গানটা কার লেখা মনে নাই।
গেয়েছিলেন: মো: আবদুল জব্বার
Post a Comment