পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীরের দেশ ছেড়ে পালানোর গুঞ্জন
![]() |
ছবি: বাংলা Hunt |
ভারত আতঙ্কে পাক সেনায় গণ-ইস্তফা শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যুদ্ধের আগেই ময়দান ছেড়ে পালালো অন্তত ২৫০ সেনা অফিসার ও প্রায় ১২০০ জওয়ান। এ অবস্থায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে সেনাপ্রধান জেনারেল অসীম মুনির নাকি দেশ ছেড়ে পালিয়েছেন!
সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে বহুবার পাকিস্তানকে (Pakistan) নরমে গরমে হুঁশিয়ারি দিয়েছে ভারত। কিন্তু পহেলগাঁওয়ের ঘটনা কার্যত সীমা অতিক্রম করে গিয়েছে। ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ভয়ঙ্কর হয়ে উঠেছে ভারত। পরপর পাঁচটি বড় সিদ্ধান্ত নেয়া হয়েছে পাকিস্তানকে নিয়ে, যার মধ্যে অন্যতম সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি স্থগিত করা। ভারতের এই চালে বিপাকে পড়ে কয়েকবার যুদ্ধের ইঙ্গিত দিতেও দেখা গেছে পাকিস্তানকে। কিন্তু দেশটির সেনাবাহিনীর পরিস্থিতি বলছে, যুদ্ধের নাম শুনেই ভাঙন ধরেছে বাহিনীতে। ভারতের ভয়ে পাক সেনাবাহিনীতে ইস্তফার হিড়িক পড়েছে বলে শোনা যাচ্ছে।
পহেলগাঁও হামলা নিয়ে ক্ষেপেছে ভারত। আর অন্যদিকে অশনি সঙ্কেত দেখছে পাকিস্তান। এই পরিস্থিতিতে নাকি ইস্তফা দেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে গেছে পাক আর্মিতে। সূত্রের খবর বলছে, অন্তত ২৫০ জন সেনা অফিসার এবং প্রায় ১২০০ জন সেনা জওয়ান ইস্তফা দিয়েছেন। জানা যাচ্ছে, এর জন্য দায়ী করা হচ্ছে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে।
সেনাপ্রধানকে নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। অসীম মুনিরের নেতৃত্বে নাকি পাক সেনারা খুশি নয়। তাদের মনোবল ভেঙে গেছে। সেনাপ্রধানকে চিঠি লিখে গণ ইস্তফার কথা জানিয়েছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ বুখারি। জানা যাচ্ছে, পহেলগাঁও এর ঘটনার পরেই নাকি ইস্তফা দেওয়ার হুড়োহুড়ি পড়েছে পাক আর্মিতে। বেশি সেনা ইস্তফা দিচ্ছে নাকি সিন্ধু এবং নর্থ ইস্ট ফ্রন্টিয়ারে। সেনা জওয়ান থেকে লেফটেন্যান্ট জেনারেল এর মতো উচ্চপদস্থ অফিসারও নাকি ইস্তফা দিচ্ছেন।
পাকিস্তান যুদ্ধের জিগির তুললেও সেনাবাহিনীর পরিস্থিতি দেখে চিন্তায় পড়েছে প্রশাসন। এ অবস্থায় সীমান্ত রক্ষা করবে কে আর যুদ্ধেই বা যাবে কে, তা নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে অন্য অফিসারদের কপালে। অসুস্থতা এবং মানসিক চাপের কারণ দেখিয়েই নাকি চলছে ইস্তফা। সূত্রের খবর, গণ ইস্তফা রুখতে ডিজি আইএসপিআর মেজর জেনারেল নাকি চিঠি দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কেউ ইস্তফা দিলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হবে।
পাকিস্তান সেনাবাহিনীতে অসন্তোষের কারণ নাকি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। এক মাস আগেও নাকি জুনিয়র অফিসার এবং জওয়ানরা চিঠি লিখে আপত্তির কথা প্রকাশ করেছিল যে আসিম মুনিরকে পদ থেকে না সরালে শুরু হবে বিদ্রোহ। এর মাঝেই পহেলগাঁও এর ঘটনা পাক সেনাবাহিনীর মধ্যে আরো অস্থিরতা তৈরি করেছে বলে সূত্রের খবর।
সূত্র: @বাংলা Hunt