একুশের বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনঃ ময়লা ফেললেন প্রেস সচিব

 
বইমেলায় শেখ হাসিনার ছবিযুক্ত ডাস্টবিনে ময়লা ফেলছেন প্রেস সচিব

“চারা গাছের মতো একটা দেশ সাউজে বড় হতে দেখেছেন? একটা দেশই আকারে বড় হয়েছে। বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ জলে স্হলে নতুন করে এলাকা যোগ করেছেন। তার পুরষ্কার? এই ছবি!

১৯০১ সালে ১ মেগাওয়াট বিদ্যুৎ নিয়ে একটা দেশ যাত্রা শুরু করে ১০৮ বছরে ৩৫০০ মেগাওয়াট উৎপন্ন করতে সক্ষম হয়। তারপর ১৫ বছরে তা ১৭০০০ মেগাওয়াটে উন্নতি করে শেখ হাসিনার নেতৃত্বে। তার পুরষ্কার? এই ছবি!

বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন দেশের দারিদ্র্যতার হার ছিলো ৮০/৮৫%। তারপর ৪০ বছরে ৩০% এর কমিয়ে ৪৭/৪৮% দাঁড়ায়। শেখ হাসিনার নেতৃত্বে ১৫ বছরে ৩০% কমিয়ে ১৮% এ নামিয়ে আনে। তার পুরষ্কার? এই ছবি!

সারা বাংলাদেশ জুড়ে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে যাতায়াত, অবকাঠামো, চিকিৎসা, শিক্ষায় দেশকে শেখ হাসিনার নেতৃত্বে এক অন্য উচ্চতায় নিয়ে আসে। তার পুরষ্কার? এই ছবি!

স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া হয়। তার পুরষ্কার? এই ছবি!

স্বাধীনতা বিরোধী রাজাকার, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করে রায় কার্যকর করা হয় শেখ হাসিনার নেতৃত্বে। তার পুরষ্কার? এই ছবি!

মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ স্বাধীনতা, ইলেকট্রনিক মিডিয়ার বিস্ফোরণ ঘটে শেখ হাসিনার নেতৃত্বে। তার পুরষ্কার? এই ছবি!

সব মিলিয়ে দেশকে সব ক্ষেত্রে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার আয়োজন প্রায় চুড়ান্ত।

গো টু হে* বাংলাদেশ।“

 

লেখকঃ Enayet Ullah




Post a Comment

أحدث أقدم