তালেবান শাসনের অধীনে আফগান নারীদের জীবন দিন দিন আরও অন্ধকারে নিমজ্জিত হচ্ছে। শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক স্বাধীনতার পথ আগেই তাদের জন্য প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এবার ইন্টারনেট সংযোগও বন্ধ করে দিয়ে নারীদের শেষ আশাটুকুও কেড়ে নিল তালেবান।
ইন্টারনেট এতদিন ছিল আফগান নারীদের বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র জানালা। এর মাধ্যমে তারা অনলাইনে শিক্ষা গ্রহণ করতেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের কথা বলতেন, কখনো বিদেশি সাহায্য বা সমর্থনের খোঁজ পেতেন। কিন্তু ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় এখন সেই সুযোগও হারিয়ে ফেললেন তারা।
মানবাধিকারকর্মীদের মতে, এই পদক্ষেপ শুধু প্রযুক্তিগত সীমাবদ্ধতা নয়—এটি আসলে আফগান নারীদের সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করার একটি কৌশল। বিশ্বের সঙ্গে তাদের সংযোগ কেটে দিয়ে তালেবান চাইছে নারীরা একেবারেই নীরব ও অদৃশ্য হয়ে যাক।
জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, আফগান নারীদের মৌলিক অধিকার রক্ষা করতে হলে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।
এক সময় আফগান নারীরা বিশ্বাস করতেন, প্রযুক্তি ও ইন্টারনেটই তাদের মুক্তির শেষ ভরসা। আজ সেই ভরসাটুকুও ভেঙে পড়ল তালেবানের নিষেধাজ্ঞার কুড়ালাঘাতে।








Leave a Reply