৫ম বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিনের মাথায় টানা চতুর্থবারের মত সরকার গঠন করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সংসদে সংখ্যাগরিষ্ঠ এই দলের প্রধান হিসেবে টানা ৪র্থ বার এবং সর্বমোট ৫ম বারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হসিনা। 


নবনির্বাচিত সংসদ সদস্যরা বুধবার সকালে জাতীয় সংসদ ভবনে শপথ নেন। প্রথমে আওয়ামীলীগ এবং পরে জাতীয় পার্টি ও স্বতন্ত্র এবং অন্যান্য দলের সাংসদরা শপথ নেন। বৃহস্পতিবার বঙ্গভবনে নতুন মন্ত্রি পরিষদের শপথ নেবার কথা রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে ১ হাজার ৪০০ অতথিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথমে নিজে দ্বাদশ সংসদের এমপি হিসেবে শপথ নেন। পরে তিনি অন্যদের শপথ বাক্য পাঠ করান। 


 

সংসদের ৩০০ আসনের মধ্যে রোববার ভোট হয়েছে ২৯৯ আসনে। এরমধ্যে একটি কেন্দ্রে ফল স্থগিত থাকায় ময়মনসিংহের একটি আসনের ফলাফল আটকে আছে। ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২, জাতীয় পার্টি ১১, ওয়ার্কার্স পার্টি ১, জাসদ ১, কল্যাণ পার্টি ১ এবং ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।


 

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়ছেন।


 

ইতোমধ্যে আওয়ামীলীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনাকে সংসদ নেতা, ড: শিরিন শারমিন চৌধুরী স্পিকার, বেগম মতিয়া চৌধুরী সংসদীয় উপনেতা, শামসুল হক টূকু ডিপুটি স্পিকার এবং নুর ই আলম চৌধুরীকে চীফ হুইপ নির্বাচন করা হয়েছে। সেই মোতাবেক স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তিনি তার ৩৭ সদস্যের নতুন মন্ত্রীসভার নাম ইতোমধ্যেই ঘোষণা করেছন। তারমধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী। মন্ত্রীদের মধ্যে দুইজন আছেন টেকনোক্র্যাট। শপথ গ্রহণের পর দফতর বন্টন করবন প্রধানমন্ত্রী।



আওয়ামীলীগ সংসদীয় দলের সভা


নতুন মন্ত্রিপরিষদের তালিকা

প্রধানমন্ত্রীঃ শেখ হাসিনা

পূর্ণ মন্ত্রীঃ

১।    আ ক ম মোজাম্মেল হক

২।    ওবায়দুল কাদের

৩।    নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন

৪।    আসাদুজ্জামান খান কামাল

৫।    ডাঃ দীপু মনি

৬।    তাজুল ইসলাম

৭।    কর্নেল(অবঃ) ফারুখ খান

৮।    আবুল হাসান মাহমুদ আলী

৯।    এডভোকেট আনিসুল হক

১০।   ড: হাছান মাহমুদ

১১।   আব্দুস শহীদ

১২।   সাধন চন্দ্র মজুমদার

১৩।   ঊবায়দুল মোকতাদির চৌধুরী

১৪।   আব্দুর রহমান

১৫।   নারায়ণ চন্দ্র চন্দ

১৬।   আব্দুস সালাম

১৭।   মহিবুল হাসান চৌধুরী

১৮।   ফরহাদ হোসেন

১৯।   ফরিদুল হক খান

২০।   জিল্লুল হাকিম

২১।   সাবের হোএন চৌধুরী

২২।   জাহাঙ্গীর কবির নানক

২৩।   নাজমুল হাসান

২৪।   ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট)

২৫।   ডাঃ সামন্তলাল সেন (টেকনোক্র্যাট)

 

প্রতিমন্ত্রীঃ

১।    সিমিম হোসেন রিমি

২।    নসরুল হামিদ

৩।    জুনায়েদ আহমেদ পলক

৪।    মোহাম্মদ আলী আরাফাত

৫।    মহিবুর রহমান

৬।    জাহিদ ফারক

৭।    কুজেন্দ্র লাল ত্রিপুরা

৮।    রুমানা আলী

৯।    শফিকুর রহমান চৌধুরী

১০।   আহসানুল ইসলাম টিটু

১১।   খালিদ মাহমুদ চৌধুরী



Post a Comment

أحدث أقدم