![]() |
| প্রতীকী ছবি |
পাকিস্তানের দমন–নীতির বিরুদ্ধে আবারও সোচ্চার হলেন বালোচ নেতা ড. আল্লা নাজার বালোচ। ১১ আগস্টকে বেলুচিস্তানের স্বাধীনতা দিবস হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। এক ভিডিও বার্তায় আল্লা নাজার বলেন, ১৯৪৮ সালে পাকিস্তানি বাহিনী বেলুচিস্তান দখল করে নেয়, যা ছিল বেলুচ জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের চরম লঙ্ঘন। তিনি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে জানান, আজও বেলুচ জনগণ গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। আন্তর্জাতিক মহলকে এই অবিচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীন বেলুচিস্তানই এই সংকটের একমাত্র সমাধান।
বালোচ লিবারেশন আর্মিকে (BLA) সন্ত্রাসী ঘোষণা ট্রাম্প প্রশাসনের
মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বালোচিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন বালোচ লিবারেশন আর্মি (BLA)–কে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করেছে। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র সচিব মার্কো রুবিও এক বিবৃতিতে এ কথা জানান। এ ঘোষণার ফলে সংগঠনটির সম্পদ জব্দ, সদস্যদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিকভাবে নজরদারি জোরদার হবে।
BLA দীর্ঘদিন ধরে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে এবং পাকিস্তানি নিরাপত্তা বাহিনী ও অবকাঠামোর ওপর একাধিক হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদ সরকার বহু আগেই সংগঠনটিকে সন্ত্রাসী ঘোষণা করেছিল। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে আন্তর্জাতিক অঙ্গনে BLA–র কার্যক্রম আরও সীমিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।










Leave a Reply